ভাড়ার বিরোধ মিটাতে গিয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির ৬ নেতা আহত

দোকান মালিকসহ তিনজনকে পুলিশে সোপর্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

দোকান মালিক এবং ভবন মালিকের মধ্যে ভাড়ার লেনদেনের বিরোধ মিটাতে গিয়ে হামলার শিকার হয়েছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ঘটনার প্রেক্ষিতে তিনজনকে আটক করেছে পুলিশ।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, টেরিবাজারের আলী ট্রেডিং নামক শাড়ির দোকানের মালিক দীর্ঘ ৩৮ মাস ধরে ভবন মালিকের ভাড়া দিচ্ছিলেন না। প্রতি মাসে ৮০ হাজার টাকা করে ৩০ লাখ ৪০ হাজার টাকা ভাড়া আদায়ের জন্য গতকাল ভবনের মালিক মোহাম্মদ ইলিয়াস ওই দোকানে যান। তিনি তার ভাড়া পরিশোধ না করলে দোকান ছেড়ে দিতে বলেন। এ সময় তার ওপর হামলা চালানো হয়।

গতকাল বিকেল ৫টা নাগাদ সংঘটিত এই ঘটনার খবর পেয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবদুল মান্নান এবং সম্পাদক আবুল মনসুরসহ সমিতির কয়েকজন নেতৃবৃন্দ ওখানে যান এবং বিষয়টি সুরাহা করার চেষ্টা করেন। এই সময় আলী ট্রেডিংয়ের মালিক মিজানুর রহমানসহ আরো কয়েকজন সমিতির নেতৃবৃন্দের ওপর হামলা চালান। এতে সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মনসুর, ইব্রাহীম পারভেজ, মফিজুল ইসলাম রয়েল, ফতেহ আলীসহ অন্তত ৬ জন আহত হন।

খবর পেয়ে আশেপাশের ব্যবসায়ীরা মিজানুর রহমান, হারুন অর রশিদ এবং ইকবাল হোসেন নামের তিনজনকে আটক করেন। পরে কোতোয়ালী থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবদুল মান্নান আরো জানান, ঘটনার ব্যাপারে মামলা হচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করা হবে। ভাড়া বিরোধ সুরাহা করতে আগের কমিটির নেতৃবৃন্দও দোকানটিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন। এদিকে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা এলাকায় সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, একজনের মাথা এমনভাবে ফাটিয়ে দেয়া হয়েছে যে, চমেক হাসপাতালে অপারেশন করতে হচ্ছে। ঘটনার ব্যাপারে মামলা রেকর্ড করা হচ্ছে এবং তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে বলেও তিনি জানান। ৩

পূর্ববর্তী নিবন্ধহাসিনা-কামালের মৃত্যুদণ্ড চাইল প্রসিকিউশন
পরবর্তী নিবন্ধযারা জয়ী হয়েছেন