ভাস্কর্য নিয়ে আলোচনায় সমাধানের আশ্বাস আলেমদের : স্বরাষ্ট্রমন্ত্রী

| বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৮:৪৪ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা নিয়ে আলেমদের একটি দল ‘আলোচনার মাধ্যমে’ সমাধানের আশ্বাস দিয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সোমবার রাতে বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে ১২ জন শীর্ষ আলেম ধানমণ্ডির বাসভবনে একসঙ্গে বসে মতবিনিময় সভা করেন। সেখানে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা মাহফুজুল হক, ওবায়দুর রহমান নদভী, নুর আহমেদ কাশেম, রুহুল আমিন, মাওলানা মো. নুরুল ইসলামসহ ১২ জন এবং ধর্ম প্রতিমন্ত্রী ও সচিব উপসি’ত ছিলেন বলে মন্ত্রী জানান। খবর বিডিনিউজের।

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন ৫ ডিসেম্বর সারাদেশে শীর্ষস’ানীয় আলেমরা মাহমুদুল হাসানের ডাকে একত্রিত হয়েছিল। সেখানে তারা অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করেছেন। এ বিষয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি পত্র পাঠিয়েছিলেন। সেই পত্রের একটি অনুলিপিও আমাকে দিয়েছেন। সেই পত্রের বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্যই মতবিনিময় সভা।
একটি ফলপ্রসূ আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি, সেগুলি নিয়ে আরো আলাপ-আলোচনা হবে। আমরা মনে করি, আলাপ-আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করব। ঐকমত্যে পৌঁছাতে পারব। তারাও (আলেম) আমাদের জাতির পিতাকে হৃদয় দিয়ে ধারণ করেন এবং স্বীকার করেন মাননীয় প্রধানমন্ত্রী একজন ‘খাঁটি’ মুসলমান। দীর্ঘ আলোচনায় এটুকু সিদ্ধান্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৪১ কোটি টাকা মুনাফা বিএসসির
পরবর্তী নিবন্ধকাটেনি জায়গা জটিলতা