মৌলবাদী সামপ্রদায়িক গোষ্ঠীর ভাষ্কর্য বিরোধী অপতৎপরতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সভায় উচ্চারিত হয় শিক্ষকদের ক্ষোভ, নিন্দা এবং ৭১ এর চেতনায় আবার নতুনভাবে জেগে উঠার আহ্বান। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনা এবং সহ-সভাপতি অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. নাসিম হাসান, অধ্যাপক হোসাইন কবির, অধ্যাপক ড. কামরুল হুদা, অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন, অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দীকী, অধ্যাপক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, অধ্যাপক ড. মনিরুল হাসান, অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক সিরাজ উদ দৌলা, অধ্যাপক ড. দানেশ মিয়া, অধ্যাপক আনোয়ার সাঈদ, প্রণব মিত্র চৌধুরী, ড. লায়লা খালেদা, ড. মানজুরুর রহমান, সুলতানা সুকণ্যা বাশার প্রমুুখ। এ মানববন্ধন ও সমাবেশে শিক্ষক সমিতির কার্যনিবাহী কমিটির কর্মকর্তা শাহনেওয়াজ মাহমুদ সোহেল, ড. মুহাম্মদ মঈন উদ্দিন, ড. আদনান মান্নান, ড. কাজী তানভীর আহম্মদ রনি, জুয়েল দাশ প্রমূখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ভাস্কর্য নান্দনিকতার প্রতীক, ভাস্কর্য ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন। ভাস্কর্যের সাথে ধর্মের বিরোধ নেই। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ আর মানচিত্রের সাথে মিশে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ভাস্কর্যই এদেশের জাতীয়তাবোধ, দেশাত্মবোধ আর লাখো শহীদের আত্মত্যাগের নিদর্শন। সমাবেশ থেকে চবি শিক্ষকরা জাতির জনকের ভাস্কর্যের ভাঙচুরের সাথে জড়িতদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে সকল দুষ্কৃতিকারী ও তাদের ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।