ভাসি বানের জলে

সুলতানা নুরজাহান রোজী | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:১৩ পূর্বাহ্ণ

ভেসে যাচ্ছি জলের বানে

বাঁচাও বাঁচাও করছিশুনছে না তো কেউ কানে

মা তো আমার বহুদিন আগে ধরেছে বিছানা

কানেও শুনে কম, চোখে তো একদম দেখে না!

হয়তোবা এতক্ষণে পোষা প্রাণী, দাদিনানি সবার মতো

মাও যে আমার ভেসে গেছে বানের টানে!

তবুও আমার চোখ জোড়া দুটো চিৎকার করে বাঁচাও বাঁচাও

বাঁচতে চাই জীবন প্রাণে!

পূর্ববর্তী নিবন্ধবানের পানি
পরবর্তী নিবন্ধকী ক্ষতি