ভাসা ফাউন্ডেশনের তারুণ্য উৎসব ও চারাগাছ বিতরণ

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বেসরকারী উন্নয়ন সংস্থা এনজিও ভোলান্টারী এক্টিভিটিস্‌ ফর সোস্যাল এন্ড হিউম্যান এডভান্সম্যান্ট (ভাসা) ফাউন্ডেশন গত বৃহস্পতিবার জুলাই পুনর্জাগরণ ও তারুণ্য উৎসব ২০২৫’ পালন করেছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এবং চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শীবপুর এলাকায় দুইশতাধিক উপকারভোগীদের মাঝে ওষুধি ও ফলজ চারাগাছ বিতরণ করে। বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলার কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সরোয়ার আমীন, প্রধান নির্বাহী পরিমল কান্তি পাল, সাধারন সদস্য রাজু চৌধুরী, নির্বাহী সদস্য সুদীপ্তা মজুমদার, সীতাকুন্ড শাখা ব্যবস্থাপক হেলাল উদ্দিন, সীমা আক্তার, ফারজানা খানম, রেজাউল করিম প্রমুখ। প্রধান অতিথি কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ তার বক্তব্যে বলেন, পরিবেশ বিপর্যয় এড়াতে এবং পরিবেশকে রক্ষা করতে বৃক্ষ নিধন রোধ ও বেশী পরিমানে গাছ রোপনের বিকল্প নাই। তিনি ভাসা ফাউন্ডেশনকে জুলাই পূনর্জাগরণ ও তারুণ্য উৎসব পালনের জন্য এবং বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান সরোয়ার আমীন বলেন, বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি ভাসা ফাউন্ডেশনের চলমান উন্নয়ন কর্মকান্ডের অংশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজহিরুল হক শিক্ষকতাকে আজীবন ব্রত হিসেবে নিয়েছেন
পরবর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন