ভাসানীর আদর্শই বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি দিতে পারে

আলোচনা সভায় অভিমত

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন অডিটোরিয়ামে এক আলোচনা সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল গফফার খান। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য মাস্টার ফৌজুল আজিম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক ড. শিব প্রসাদ সূর ও গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক হাসান মারুফ রুমী। আলোচনায় অংশগ্রহণ করেন ক্যাপ্টেন মোবারক হোসেন, মাস্টার এ. কে.এম মোফাজ্জল হায়দার, অপূর্ব নাথ, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ হারুন, সাহেদ লতিফ, এস.এম. রফিক, মির্জা আবুল বশর প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তোরণে মওলানা ভাসানীর মতন দূরদর্শি ও বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের ক্রীড়নকেরাএই সংকটের স্রষ্টা। তাদের দ্বারা সংকট সমাধান সম্ভব নয়। ভাসানীর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ দেশপ্রেমিক ও প্রকৃত জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনই সংকট সমাধানের বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। ভাসানীর আদর্শই বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি দিতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুধীর কুমার পালিত
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিনের ইন্তেকাল