ভাসানচরে পাথর নিয়ে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পতেঙ্গা লাইট হাউস থেকে ২ নটিক্যাল মাইল দূরের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা আংকরেজ এলাকায় এমভি পিংকি নামের একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ৫জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ডুবে যাওয়া জাহাজটি মার্চেন্ট শিপের চেইন ক্যাবলের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়।
কোস্টগার্ড পূর্বজোনের লে. আবদুর রউফ জানান, পাথর বোঝাই একটি জাহাজ ভাসানচর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ৫ নাবিককে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়। একপর্যায়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ও খাবার সরবরাহ করা হয়।