ভাসানচর থেকে পালিয়ে মিরসরাইয়ে আটক ১৪ রোহিঙ্গা

আজাদী অনলাইন | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১২:৫৪ পূর্বাহ্ণ

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে মিরসরাইয়ে আটক হয়েছে ১৪ জন রোহিঙ্গা।
মঙ্গলবার (২২ জুন) বিকালে মিরসরাই ইকোনমিক জোনের মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন। বিডিনিউজ
তাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও ছয়জন শিশু রয়েছে।
পুলিশ কর্মকর্তা হেলাল বলেন, “আটককৃতরা নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে ইঞ্জিন নৌকায় করে সমুদ্র পথে মিরসরাই উপকূলে নামে। মেরিন ড্রাইভ এলাকায় তাদের স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।”
পালিয়ে আসা রোহিঙ্গাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থান নিয়ে থাকা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে নানা সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে দুই বছর আগে তাদের একটি অংশকে সাময়িকভাবে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।
সেজন্য নোয়াখালীর হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরকে মানুষের বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়।
মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা তিন শতাধিক রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে আগেই ভাসানচরে নিয়ে রাখা হয়েছিল।
এরপর গত ৫ সেপ্টেম্বর কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলকে দেখার জন্য ভাসানচরে পাঠানো হয়।
তারা ফেরার পর তাদের কথা শুনে রোহিঙ্গাদের একাংশ ভাসানচরে যেতে আগ্রহ প্রকাশ করে বলে জানান সরকারি কর্মকর্তারা।
এরপর প্রথম দলটি সেখানে পৌঁছায় গত ৪ ডিসেম্বর। পরে আরও কয়েক ধাপে রোহিঙ্গাদের সেখানে নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধট্রেনে ঢাকায় যাওয়া-আসা বন্ধ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা