ভাসানচর থেকে পালিয়ে মিরসরাইয়ে আটক ৯ রোহিঙ্গা

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ৩:৫৩ অপরাহ্ণ

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৯ রোহিঙ্গাকে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে মিরসরাইয়ে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। বাংলানিউজ

সাহেরখালি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, “ভাসানচর থেকে পালিয়ে আসা কয়েকজন রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা আমার কাছে নিয়ে আসে। আমি বিষয়টি চেয়ারম্যানকে জানাই। চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়।”

মিরসরাই থানার ওসি (অপারেশন) দীনেশ চন্দ্র দাশ বলেন, “স্থানীয়রা শিশুসহ ৯ রোহিঙ্গাকে ধরার খবরে ঘটনাস্থলে যাই এবং তাদের আটক করে থানায় নিয়ে আসি। তারা ভাসানচর থেকে পালিয়েছে বলে স্বীকার করেছে। আটককৃতদের মধ্যে ৩ জন শিশু, ৪ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছে।”

তিনি বলেন, “কয়েকদিন পর পর এমন ঘটনা ঘটছে। কারা ভাসানচর থেকে পালিয়ে আসতে রোহিঙ্গাদের সহযোগিতা করছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।”

পূর্ববর্তী নিবন্ধতিন বস্তায় সাড়ে তিন লাখ ইয়াবা
পরবর্তী নিবন্ধচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনারে সাফল্যের খোঁজ তরুণদের