ভাসানচর থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না ১৯ রোহিঙ্গার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় শিশুসহ ১৯ রোহিঙ্গাকে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের উত্তর সলিমপুর থেকে আটক করে স্থানীয় লোকজন। এরমধ্যে আটজন পুরুষ, চারজন নারী ও সাতজন শিশু রয়েছে। আটক রোহিঙ্গাদের ভাসানচরে ফেরত পাঠানো হয়। আটককৃতদের মধ্যে আবদুল হাবীব নামের এক রোহিঙ্গা বলেন, তারা গত রোববার আছরের পর ভাসানচর থেকে বোট ভাড়া করে ফৌজদারহাট উপকুলে আসে। হাবীব আরো বলেন, ভাসানচরে আমাদের খুব কষ্ট হচ্ছে, তাই কঙবাজারে আগের জায়গায় চলে যাচ্ছিলাম। সীতাকুণ্ড থানার ওসি(তদন্ত) সুমন বণিক বলেন, রোহিঙ্গাদের দেখে স্থানীয় লোকজন সলিমপুর ইউপি সদস্য মুস্তাকিম আরজু ও চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। গতকাল সন্ধ্যার আগেই কুমিরা ফেরিঘাট হয়ে রোহিঙ্গাদের ভাসানচরে ফেরত পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএস্ট্রলজার্স সোসাইটির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধমহাসড়কে যেভাবে মারা গেলেন চালক ও হেলপার