ভাসানচর থেকে পালিয়ে সীতাকুণ্ডে এসে ধরা ৪৫ রোহিঙ্গা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

ভাসানচর থেকে পালিয়ে আসার সময় ভাটিয়ারী সাগর উপকূল থেকে শিশুসহ ৪৫ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ভাসানচর থেকে বোটে তারা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে ভাটিয়ারী সাগর উপকূলে এসে ধরা পড়েন।

স্থানীয়রা জানায়, নোয়াখালী ভাসানচর থেকে ৪টি বোটে করে চট্টগ্রামের বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশ্যে সাগর পথে খাদ্য সামগ্রী নিয়ে নারীপুরুষ শিশুসহ রোহিঙ্গারা বোটে করে নিশ্চিন্তে সন্দ্বীপ চ্যানেলের সাগর পাড়ি দিচ্ছিলেন। এ সময় ভাটিয়ারী এলাকায় পৌঁছালে ৪টি বোটের মধ্যে একটি বোটের রোহিঙ্গারা ভাটিয়ারী সাগর উপকূলীয় এলাকা নিরাপদ ভেবে নেমে পড়েন। আর বাকি তিনটি বোট চলে যায়। এ সময় উপকূলে ভিড় দেখে স্থানীয়রা এগিয়ে যান। তখন স্থানীয়রা বোটটি ও রোহিঙ্গাদের আটক করে। পরে পুলিশে খবর দিলে সীতাকুণ্ড থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে যায়।

আটক রোহিঙ্গারা জানান, তারা দালালের মাধ্যমে জনপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকা চুক্তিতে ভাসানচর থেকে পালিয়ে আসেন। তারা সাগর পথে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন। কিন্তু ভাটিয়ারী নিরাপদ মনে করে উপকূলে নেমে পড়েন। সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, যাচাইবাছাই শেষে আটককৃত রোহিঙ্গাদের পুনরায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশীঘ্রই সংস্কার না হলে বসবাস অযোগ্য হয়ে পড়বে দিয়াকুল আশ্রয়ণ প্রকল্প
পরবর্তী নিবন্ধতীব্র গরমে বেড়েছে লবণ উৎপাদন