নোয়াখালীর ভাসানচর থেকে নগরীর আনন্দবাজার এলাকায় পালিয়ে আসা রোহিঙ্গা নারী–পুরুষ–শিশুসহ ২০ জনকে আটক করেছে বন্দর থানা পুলিশ। আটকের পর তাদেরকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ।
গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম মহানগরীর আউটার রিং রোডের আনন্দবাজার এলাকা থেকে তাদের আটক করে বন্দর থানা পুলিশ। বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, দালালের মাধ্যমে তারা রোববার রাতে ট্রালারযোগে ভাসানচর থেকে চট্টগ্রামে এসেছিল। ট্রলারটি তাদের নামিয়ে দিয়ে চলে যায়। হালিশহর আনন্দ বাজার আউটার রিং রোডে ভোরররাতে নারী, পুরুষ, শিশুসহ এক দল লোকের অবস্থান দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। বিকালে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন শিশু, কয়েকজন নারী ও পুরুষ ছিল।