ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা নগরীতে ধরা

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫২ অপরাহ্ণ

নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামে পালিয়ে আসা নারী-পুরুষ-শিশুসহ ২০ জনকে আটক করে উখিয়া পাঠিয়েছে পুলিশ।

আজ সোমবার ভোরে নগরীর আউটার রিং রোডের আনন্দবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়, বলেছেন বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন।

ওসি বলেন, দালালের মাধ্যমে তারা রোববার রাতে ট্রলার যোগে ভাসানচর থেকে চট্টগ্রামে এসেছিল। ট্রলারটি তাদের নামিয়ে দিয়ে চলে যায়।

আউটার রিং রোডে ভোরররাতে নারী, পুরুষ, শিশুসহ এক দল লোকের অবস্থান দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন শিশু, কয়েকজন নারী ও পুরুষ ছিল জানিয়ে ওসি সুলতান আহসান বলেন, বিকালে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপাহাড় কেটে ইটভাটায় মাটি নেওয়ার অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা