ভাসানচর থেকে পালিয়ে আসা আরও ২০ রোহিঙ্গা পারকি সৈকতে আটক

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় পালিয়ে আসা ২০ রোহিঙ্গা নারীপুরুষকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল বুধবার দুপুর ১টায় উপজেলার পারকি সৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে। তারা নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে উপজেলার পারকি সৈকতে চলে আসেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক জানায়, রোহিঙ্গাদের সাথে কথা বলে জানতে পারি, গতকাল দুপুরে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নোয়াখালীর হাতিয়া ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০ রোহিঙ্গা পালিয়ে আসে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানায়, গতকাল দুপুরে ২০ রোহিঙ্গা নারীপুরুষকে ধরে আমাদের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। আমরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করবো। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানায়, রোহিঙ্গা আটকের বিষয়ে জেনেছি।

উল্লেখ্য যে, এক সপ্তাহ আগেও ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার পথে আনোয়ারার পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে ২৫ জন রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডকে দেয় স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া থানায় গত সাড়ে তিন মাসে ৪৮৭ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী