ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

একমাসে ৩টি দল আটক

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

ক্যাম্পের অরক্ষিত নিরাপত্তা ব্যবস্থার সুযোগে দল বেধে হাতিয়ার ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা। সাগর পথে পালাতে গিয়ে আনোয়ারার বঙ্গোপসাগর উপকূলের পরুয়া পাড়া এলাকায় নারীশিশুসহ আটক হয়েছে ৯ জন।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয়রা তাদের আটক করেন। ঘটনাটি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক। এই নিয়ে গত এক মাসে দলবেধে পালানোর সময় আনোয়ারায় রোহিঙ্গাদের ৩টি দল জনতার হাতে আটক হয়।

আটককৃতদের দাবি, ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে তাদের জীবনযাত্রার মান নিম্নমানের হওয়ায় সাগর পথে ইঞ্জিনচালিত নৌকায় করে তারা আনোয়ারা উপকূল দিয়ে কঙবাজার ক্যাম্পে যাওয়ার জন্য পালিয়ে আসছে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলের পরুয়াপাড়া এলাকায় ৯জন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করেন। এসময় নৌকার মাঝিকেও আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি আরো বলেন, আটক রোহিঙ্গাদের দাবি, ভাসানচরের ক্যাম্পে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান ভাল নয়, তাই তারা ছেলেমেয়েদের ভবিষ্যৎ জীবন নিয়ে শঙ্কিত। এজন্য তারা কঙবাজার ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ওখান থেকে পালিয়ে আসে।

কর্ণফুলী থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ৯ রোহিঙ্গাকে আটক করেছে। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধউত্তেজনাপূর্ণ ৯৬ ঘণ্টা পর গাজা চুক্তি
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ৯ ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নিয়োগ