আরও ১ হাজার ৯৬ জন রোহিঙ্গা ভাসানচরের পথে রওনা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় ১৩তম পর্বের ১ম ধাপে রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রী কলেজ হতে ভাসানচর স্থানান্তরের উদ্দেশ্যে গাড়ি যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।
পুলিশের সহযোগিতায় ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক।
তিনি জানান, ২০টি বাসযোগে মোট ১০৯৬ জন ক্যাম্পে আশ্রিত বলপূর্বক বাস্ত্যুচ্যুত মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা ) দুপুরে ভাসানচরের পথে রওনা দিয়েছেন।