ভাসমান হতদরিদ্ররা পেল শীতবস্ত্র

| বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

 

সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন : এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উত্তর আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলী জুয়েল ও মো. রেজাউল করিম রিটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন মো. সিরাজুল ইসলাম, আকরাম হোসেন সবুজ, কাউন্সিলর নাজমুল হক ডিউক, আব্দুল হান্নান কাজল, আব্দুর রহমান মিয়া, কাউন্সিলর জাহেদা বেগম পপি, আবদুর রাজ্জাক দুলাল, তাজুল ইসলাম তাজু, জয়নাল আবেদীন, মো. শাহআলম, মো. জহিরুল ইসলাম, মো. দিদার আলম দিদার, মো. আকবর আলী, মহসিন মোর্শেদ টিপু, ইলিয়াস মিয়া যিশু, সেলিম মিয়া, মো. নুরুল আবছার, সগীর আহমেদ প্রমুখ।

আইইবি চট্টগ্রাম কেন্দ্র : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ২৪ জানুয়ারি নগরীর রহমতগঞ্জ ও দেওয়ানবাজার এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম এসব কম্বল বিুরণ করেন। এই সময় কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আইইবিচট্টগ্রাম কেন্দ্র নগরীর বিভিন্ন স্থানে সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে।

সাতকানিয়া বিএনপি : সাতকানিয়া প্রতিনিধি জানান, সাতকানিয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া বিএনপির উদ্যোগে মাদার্শায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন। উপস্থিত ছিলেন এম এ রহিম, শওকত আলী চৌধুরী, মঈনউদ্দীন মোহাম্মদ জাহেদ, হারুন উর রশিদ, আহমদুল হক সিকদার, নুরুল হক, আবু তারেক, নুরুল ইসলাম বাবুল, এস এম ফরিদ, আবদুর রহিম মেম্বার, মোস্তাক আহমদ, আবুল কাশেম, মোরশেদ আলম, মো. মোমেন চৌধুরী, জাহাঙ্গীর আলম, নেজাম উদ্দিন, আবদুল মান্নান, আবু তৈয়ব, কামাল হোসনে, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান মিন্টু, মো. ইউসুফ, দেলোয়ার হোসেন, মো. শাকিল, সাইমুম খান, ইকবাল হোসেন রুবেল, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন, মো. তোহা, মো. মিশকাতুন্নবী, মো. আওয়াল, নুরুল ইসলাম, কামাল উদ্দিন, মো. আবছার, মো. জুবায়ের, মিনহাজুর রহমান। দোয়া মাহফিল শেষে হেফজ ও এতিমখানার ছাত্রসহ ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

খুলশী থানা যুবদল : দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খুলশী থানা যুবদল। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণ সোমবার এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিুরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এ সময় তিনি বলেন, মানসিক নির্যাতনের কারণে কোকোর মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের ধারাবাহিক চক্রান্তের শিকার কোকো। নির্যাতন সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়েছে।

থানা যুবদলের আহ্বায়ক মো. হেলাল হোসেন হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর যুবদলের সহসভাপতি নুর আহম্মেদ গুড্ডু, ফজলুল হক সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, হুমায়ন কবির, আব্দুল হামিদ পিন্টু, সহ সাধারণ সম্পাদক শাহ জালাল পলাশ, গিয়াস উদ্দীন টুনু, আব্দুল হালিম গুড্ডু, নুর হোসেন উজ্জ্বল, আব্দুল আওয়াল টিপু, মো. ইব্রাহীম হোসেন, গুলজার হোসেন মিন্টু, ইউনুস মুন্না, মোহাম্মদ মিল্টন, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মাস্টার আরিফ, যুবদল নেতা দেলোয়ার হোসেন, নাসির উদ্দীন পিন্টু, মো. বাদশা আলমঙ্গীর, মো. ইউনুস, জহিরুল ইসলাম জহির, দেলোয়ার হোসেন, মো. আজাদ, কফিল উদ্দীন পিন্টু, মো. শাহিন, মো. পারভেজ, মো. আমিন, মো. সোহেল বাবু, কামাল সিকদার, মো. আব্দুস সাত্তার, মো. মিজান, মো. সুজন, আব্দুল বাতেন, মো. মানিক, মো. জাবেদ, নুর হোসেন, মো. সাইদ, মো. ফয়েজ, মো. ইসমাইল, মো. মাসুদ, মো. ইয়াসিন, মো. আলম, মো. সাদ্দাম, ইব্রাহীম খলিল সবুজ, মাহমুদুল হাসান রাজু।

হলিসিটি হেল্প ফাউন্ডেশন : ‘শীতার্তদের মাঝে উষ্ণতা পৌঁছে দিবো আমরা’এ স্লোগানকে সামনে রেখে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হলিসিটি হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিুরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন পয়েন্টে শীর্তাত মানুষদের মাঝে এসব কম্বল বিুরণ করেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন হলিসিটি হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লিও তুহিন অভি, এডমিন সমর দাশ, স্বপনীল দাশ, মেহতাব, সাকিব, ইরফান, বিজয়, সদস্য রিদয়, তুষার, সৌরভ প্রমুখ।

লালখান বাজার ওয়ার্ড : চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রঠু মন্ত্রণালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র ডিডিআরসির মাধ্যমে প্রতিবন্ধীদের মাঝে বিুরণ করেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা, ডিআিরসির প্রধান নির্বাহী সাজ্জাদ কাউসার, টাইগারপাস জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. সেলিম, মহানগর যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, ডিডিআরসি সদস্য নুর নাহার, আলমগীর হোসেন, মাহমুদুল হাসান, আরিফুর রহমান সজিব, খালেদুজ্জামান বাবু, আবদুল হালিম রুবেল, মো. শামীম প্রমুখ।

মহসিন কলেজ এইচএসসি ৯৪ কমার্স ফ্যাকাল্টি : গেল ৩ বছরের ধারাবাহিকতায় এ বছরও বিভিন্ন এতিমখানাসহ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কার্যক্রম অব্যাহত রেখেছে মহসিন কলেজ এইচএসসি ৯৪ কমার্স ফ্যাকাল্টি সংগঠনটি। গত ২২ জানুয়ারি ৩য় ধাপে ১ম বারের মত কোতোয়ালীস্থ শিশু কল্যঠু প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন, এডমিন মোস্তফা কামাল, আলী মুহাম্মদ শওকত, গোলাপ চৌধুরী, নিকাশ ধর, আবুল কালাম আজাদ, মঈন উদ্দিন, মোহাম্মদ টিপু, নুর হোসেন মিঠু এবং স্কুলের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসসহ সহকারী শিক্ষিকাবৃন্দ।

চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি : চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্থানীয় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান বরমা ইসলামিয়া সিনিয়র মাদরাসা, সেবন্দী সুফিয়া খাতুন নূরানী মাদরাসা, প্রিন্সিপাল আবুল কাশেম হেফজ্‌ ও এতিমখানা এবং বাতাজুরি সিরাজুম মুনির হেফজ্‌ ও এতিমখানার শতাধিক অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম কম্বল বিতরণ করেন।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আরশাদ উল্লাহ, প্রফেসর এয়াকুব নবী, সাংবাদিক কমর উদ্দীন, মাওলানা নূরুল হক, সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাস্টার জসিম উদ্দীন, হাফেজ বেলাল ও হাফেজ ইকবাল, সাংবাদিক রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার দুই
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগের কর্মীসভা