ভাসমান মানুষের মাঝে নবীন মেলার খাদ্য বিতরণ

| মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৯:০৫ পূর্বাহ্ণ

নবীন মেলার উদ্যোগে গত ১৯ মার্চ জামাল খান, কাজের দেউড়ি, দামপাড়া, ওয়াসা মোড়, জিইসি মোড়, ২নং গেইট, লালখানবাজার, টাইগার পাস ও সিআরবি এলাকায় ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল এতে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন, সাইফুল আলম বাপ্পী, হারুন রশীদ, কামাল ইসলাম, ইমরান জুয়েল, জয়দীপ চৌধুরী আকাশ, মো. ওয়াজিদ, আফরাজ আলম প্রমুখ। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে নবীন মেলার চিত্রাংকন ২৩ মার্চ বিকাল ৪টা ও দেশের গান প্রতিযোগিতা ২৫ মার্চ বিকাল ৩টায় মেলা মিলায়তনে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবিয়ের বাড়তি ফি আদায় বন্ধে নজরদারির সুপারিশ