ভাসমান মানুষের জন্য দুই টাকায় ইফতার

| শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজানে ভাসমান মানুষের মাঝে সম্প্রতি দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করেছে করোনা মেডিসিন ব্যাংক। এ কার্যক্রমের আয়োজন করেছে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সহায়তায়। এতে উপস্থিত থেকে তাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ ও উৎসাহ প্রদান করেন চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলম দিদার। এ বিষয়ে করোনা মেডিসিন ব্যাংকের প্রতিষ্ঠাতা মেসবাহ উদ্দিন বলেন, অসহায়, দুস্থ, ভাসমান, কর্মহীন ও খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে করোনা মেডিসিন ব্যাংক। শত কষ্টের মধ্যে সিয়াম সাধনা করছেন মানুষ। তাদের প্রায় দিনই ঠিকমতো ইফতারি জুটছে না। তাদের কথা চিন্তা করেই এ উদ্যোগ। করোনা মেডিসিন ব্যাংকের স্বেচ্ছাসেবীগণ দিনভর রোযা রেখে ইফতার আইটেমসমূহ প্যাকিং করে বিকালে উপস্থিত থেকে এসব বিতরণ করে । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি এমবিএ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক