হাওয়ার তালে দুলছে দোদুল
সাদা কাশের ফুল
তুষার মেঘে নড়ছে আকাশ
ভাবনাতে মশগুল।
থোকা থোকা ফুলের আড়ে
বাতাস নদী বয়
ছেঁড়া দলের তুলোর উড়ান
চোখ জুড়িয়ে রয়।
উর্ধ্বে আকাশ, নিচে তো কাশ
একই মিছিল পথ
শরৎ মেঘ আর শুভ্র কাশের
উড়ন্ত পর্বত।
যাস নে ও মেঘ, একটু দাঁড়া
হাত বাড়িয়ে দে
কাশের মেঘে ভাসব আমি
সঙ্গে আমায় নে।