ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

| শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:৩০ পূর্বাহ্ণ

ভাষা সৈনিক, রাজনীতিবিদ বদিউল আলম চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে বদিউল আলম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মরহুমের কাট্টলীস্থ দারুছ সালাম জামে মসজিদে সকাল ১১টায় খতমে কোরান, মিলাদ এবং বাদ জোহর দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন এতিমখানায় তবারুক বিতরণ করা হবে।
উল্লেখ্য, বদিউল আলম চৌধুরী মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তমুদ্দূন মজলিসের সদস্য ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফের জন্য মীরসরাইয়ে মসজিদ মন্দিরে প্রার্থনা