ভাষা সৈনিক ও স্বাধীনতা সংগ্রামী আবদুল্লাহ আল হারুনের স্মরণসভা আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

সাবেক গণপরিষদ সদস্য, ভাষা সৈনিক ও স্বাধীনতা সংগ্রামী আবদুল্লাহ আল হারুন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা আজ বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় সকলকে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজমিয়তুল মোদাররেসীনে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধনগরীতে বাস চালকদের প্রশিক্ষণ কর্মশালা