সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় সংসদের উদ্যোগে একুশের ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে গতকাল শনিবার শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সূচনা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলন, একুশের গান ও আলোচনা সভা। সন্দীপনার কেন্দ্রিয় সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, চবি অধ্যাপক জাহেদ আলী চৌধুরী, দুলাল কান্তি বড়ুয়া, গোলাম নবী, অধ্যাপক মহি মোহাম্মদ, কবি আশীষ সেন, মোহাম্মদ হোসেন, মিলন কান্তি রুদ্র, নিবেদিতা আচার্য্য। আলোচনায় অংশ নেন জাবের হোসেন, অমলেন্দু রাহা, দীলিপ দাশ, শিল্পী মুসলেম আলী জনি, বৃষ্টি দাশ, জাহানারা পারুল, আখেরুন নেছা দিনা, রাকেশ চৌধুরী, দিকান্ত জয় বিশ্বাস, অর্পিতা তালুকদার, হাসান সানি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেজবাহ উদ্দিন চৌধুরী। শুরুতে ৭ দিনব্যাপী কর্মসূচির রূপরেখা তুলে ধরেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাষ্কর ডি. কে. দাশ মামুন। প্রেস বিজ্ঞপ্তি।