আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিস এর উদ্যোগে ‘এনভিশনিং দ্য ফিউচার : টিচিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ বিষয়ে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স উদ্বোধন হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে এই ইন্টারন্যাশনাল কনফারেন্স শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। তিনি বলেন, মানব সভ্যতার উন্নতির জন্য নতুন চিন্তার উন্মেষ ঘটাতে হবে। এই উন্মেষ ঘটবে ভাষা ও সাহিত্য চর্চার মাধ্যমে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির উপ–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা। তিনি বলেন, শিক্ষাকে সার্বজনীন করার ক্ষেত্রে ভাষা ও সাহিত্য চর্চা অত্যাবশ্যক। ইন্টারন্যাশনাল কনফারেন্সে সভাপতিত্ব করেন আইআইইউসির ট্রেজারার ও ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড হিউম্যানিটিস এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
কি–নোট স্পিকার ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ভারতের আলীগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর ড. সানাউল্লাহ আল–নদভী, যুক্তরাষ্ট্রের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো মিমি মারসটলার ও এ্যালেন স্টুয়ার্ট।
এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, শরীয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হক নদভী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. ছরওয়ার আলম ও এরাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. মহিব উল্লাহ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।