আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন আমাদের দেশপ্রেমের শিক্ষা দেয়। প্রতিবাদ ও প্রতিরোধের শিক্ষা দেয়।
উত্তর পাহাড়তলী ওয়ার্ড আ. লীগ : মাতৃভাষা দিবস উপলক্ষে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর জহুরুল আলম জসিম। বক্তব্য রাখেন আকবরশাহ্ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নেওয়াজ আহমদ, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এরশাদ মামুন, ইলিয়াছ খান, শিক্ষক মোস্তফা কামাল বাচ্চু, ইমরান হোসেন রাজু, মো. বেলাল উদ্দিন জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. শামীম আহমেদ সুমন।
নাসিরাবাদ ওয়ার্ড আ. লীগ : ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা মোজাফফর নগর এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ চৌধুরী। ওয়ার্ড আ. লীগ নেতা আব্দুস সালামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মোহাম্মদ মুসা, আবু আহাম্মদ, সাদাত হোসেন চৌধুরী, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, ফয়েজ মোহাম্মদ আমিন, সিরাজুল ইসলাম, আমিন ইশতিয়াক চৌধুরী বিপ্লব, মিলন, ফোরকান, সেলিম, মোবিন প্রমুখ।
দক্ষিণ রাউজান : নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন দক্ষিণ রাউজানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস.এ.এম হোসাইনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এস.এম. মঞ্জুর হোসেন, সহ সভাপতি মনিরুল ইসলাম, আবুল বশর বাবুল, ইমতিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর, সলেমান বাদশা, ফজল কাদের, দেলোয়ার হোসেন, সৈয়দ মো. আলম, মো. নাছির বাদশা, মো. ইলিয়াস চৌধুরী, শেখ রাসেল, ডা. মো. জাহাঙ্গীর আলম, লেয়াকত আলী, জহির উদ্দিন, নুরুল হুদা ফারুক,রুবেল সাজ্জাদ প্রমুখ।
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন : বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী অনুপম বাশার, জোন সমন্বয়ক ত্রিদীপ চৌধুরী, পমপম বড়ুয়া, রাজীব চৌধুরী, সরোয়ার পারভেজ, শংকর চাকমা, আমির হামজা, নুর নবী, ওসমান গনি, সোহেল খান, মো. হাবিবুল্লাহ প্রমুখ।
বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ : বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। নগরীর মোমিন রোডস্থ নুরজাহান মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি উদযাপন করে সংগঠনটি। মো. ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এমএ জব্বার। প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মাহবুবুল আলম। এতে আরও উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন খান, সাইফুল আলম শাপলা, জিশান বৈদ্য, হারুন চৌধুরী, এনামুল হক, নাছির উদ্দীন, শাহ আলম, সোহেল রানা বাপ্পী প্রমুখ। সঞ্চালনা করেন নুরুল আবছার আজম খান।
জ্যোতি ফোরাম : ফটিকছড়ির হারুয়ালছড়িতে মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে প্রভাত ফেরিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন সহ জ্যোতি ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।