চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংক লিঃ এর সাবেক পরিচালক আবু সুফিয়ান বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ্য ছিল অর্থনৈতিক মুক্তি। আর ‘৫২ এর ভাষা আন্দোলনে, ‘৭০ এর নির্বাচন ও ‘৭১ এর মুক্তিযুদ্ধ ছিল এ দেশের ঐতিহ্যের ইতিহাস। তিনি গত রবিবার সাতকানিয়ার ঐতিহ্যবাহী ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বপন দাশ, অমল কান্তি বড়ুয়া, শশী ভূষণ বড়ুয়া, বোধি রতন বড়ুয়া, অঞ্জুশ্রী হোড়, অঞ্জু রানী নন্দী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












