বিশিষ্ট শিক্ষানুরাগী, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যানের ৩৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। মরহুমের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগার, আমরা করবো জয়সহ বিভিন্ন সংগঠন–সংস্থা ও পরিবারের পক্ষ থেকে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, মরহুমের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির আওতায় এ.কে ফজলুল হক গণপাঠাগার ও পরিবারের উদ্যোগে রাউজানে বিভিন্ন সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে, গরীব–দুঃস্থদের ও এতিমখানায়, গৃহনির্মাণে, বিদেশ গমনে, কন্যাদায়গ্রস্থদের, সামাজিক সংগঠন ও নানা আয়োজনে এবং এ.কে ফজলুল হক ও বেগম লায়লা হক স্মৃতি বৃত্তি প্রদানের মাধ্যমে বছরব্যাপী সর্বমোট ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।