ভাষাসৈনিক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী কাল

| সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বিশিষ্ট শিক্ষানুরাগী, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যানের ৩৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। মরহুমের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগার, আমরা করবো জয়সহ বিভিন্ন সংগঠনসংস্থা ও পরিবারের পক্ষ থেকে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, মরহুমের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির আওতায় এ.কে ফজলুল হক গণপাঠাগার ও পরিবারের উদ্যোগে রাউজানে বিভিন্ন সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে, গরীবদুঃস্থদের ও এতিমখানায়, গৃহনির্মাণে, বিদেশ গমনে, কন্যাদায়গ্রস্থদের, সামাজিক সংগঠন ও নানা আয়োজনে এবং এ.কে ফজলুল হক ও বেগম লায়লা হক স্মৃতি বৃত্তি প্রদানের মাধ্যমে বছরব্যাপী সর্বমোট ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদপন্থি নেতা শফিউল্লাহ গ্রেপ্তারের পর রিমান্ডে
পরবর্তী নিবন্ধ‘শ্রমিক আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন সহিদুল্লাহ চৌধুরী’