ফাগুন এলে মনে পড়ে,মনে পড়ে একুশ
ভাষার জন্য প্রাণ ঝরেছে কার বা ছিল দোষ ?
মায়ের ভাষা কেড়ে নেবে সহ্য কি আর হয়
প্রাণের বিনিময়ে হলেও করতে হবে জয়।
ভিন্ন দেশিরা চাইলে কি আর দেবো মায়ের কথা
আমার মাকে মা ডাকিবার রাখবো স্বাধীনতা
যেই করেছে পণ বাঙালি বাঁধলো ভাষার লড়াই
সারাদেশে আওয়াজ ওঠে কাউকে নাহি ডরাই।
দিকে দিকে শক্ত হাতের মুঠি উঠে উর্দ্ধে
পাকিস্তানি কুকুর গুলো ঘেউ ঘেউ করে দৌড় দেয়
যাকে পেলো তাকে কামড় দেয় ছুটিয়ে রক্ত
একুশ তারিখ ঢাকার বুকে দুপুর বেলার অক্ত।
সালাম বরকত রফিক শফিক রক্তে রাঙায় দেশ
শোকের ভারে স্তদ্ধ হলো উত্তাল পরিবেশ
মানতে হলো বাংলা ভাষার ন্যায্য অধিকার
আন্তর্জাতিক মাতৃভাষা আসুক বারে বার।