ভাষা

মল্লিকা বড়ুয়া | শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

বাংলা আমার মায়ের ভাষা
বাংলায় কথা বলি
বাংলা আমার প্রাণের ভাষা
প্রথম শেখা বুলি।
পাখির গানে বাংলা ভাষা
ফুলের রংও তাই
তাই তো আমার বাংলা
এখন বিশ্বসেরা ভাই।
ভাষার জন্য জীবন দিল
সালাম, রফিক, জব্বার
বুকের ভিতর লালন করি
তাদেরকে বারবার।
বাংলা আমার প্রাণের ভাষা মনের ভাষা ও ভাই
ফাগুন এলেই মনে পড়ে
অতীত স্মৃতি তাই।
হাজার দেশের হাজার ভাষা
বাংলা আমার সেরা
ধন্য আমার মায়ের ভাষা
ভালোবাসা দিয়ে মোড়া।
একুশ এলেই মনে পড়ে
প্রভাতফেরির গান
রক্ত দিয়ে রাখল যারা
বাংলা ভাষার মান।
রক্তের বিনিময়ে পেলাম
বাংলা ভাষার অধিকার,
প্রণতি নাও গো রফিক
সালাম বরকত জব্বার।

পূর্ববর্তী নিবন্ধবনখেকোদের থামান, সুন্দরবনকে ভালোবাসুন
পরবর্তী নিবন্ধসংযম ও সহিষ্ণুতা সমপ্রীতির দুয়ার খুলুক