ভাল রেজাল্ট করে স্মার্ট নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য | শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এইচ.এস.সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অতীত গৌরব ও ঐতিহ্য রয়েছে। এ গৌরব রক্ষায় শিক্ষার্থীদেরকে অধিকতর যত্নশীল হয়ে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। এ বিষয়ে কলেজের শিক্ষকদের অগ্রণী ভূমিকা খুবই প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভাল রেজাল্ট করার মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীনের সভাপতিত্বে এবং উচ্চমাধ্যমিক শাখার শিক্ষক সজীব রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চমাধ্যমিক শাখার শিক্ষক শরীফুল ইসলাম, মুরাদ হোসেন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে শুরু হতে যাচ্ছে তরুণ লেখক সম্মেলন
পরবর্তী নিবন্ধসিটি কলেজ ছাত্রলীগের এইচএসসি বিদায় সংবর্ধনা