পাঁচ দলের টুর্নামেন্টের চার দল প্রথম দিনেই মাঠে নেমেছে। বাকি আছে একটি। আর সেটি হচ্ছে চট্টগ্রাম। আজ মাঠে নামছে চট্টগ্রাম। ব্যাটিং এবং বোলিং সব মিলিয়ে চট্টগ্রামকে বলা হচ্ছে ভারসাম্যপূর্ণ একটি দল। ব্যাটিংয়ে যেমন রয়েছে সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান. জিয়াউর রহমানরা তেমনি বোলিংয়ে আছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম. মেহেদি রানা, তাইজুল ইসলাম, রাকিবুল হাসানদের মত ধারালো অস্ত্র। দলে রয়েছে মোমিনুল হকের মত ব্যাটিং স্তম্ভ। এমনই কম্বিনেশন নিয়ে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে মিশন শুরু করবে চট্টগ্রাম। ঢাকা নিজেদের প্রথম ম্যাচে হেরেছে রাজশাহীর কাছে।
দল নিয়ে অধিনায়ক মোহাম্মদ মিঠুন যতেষ্ট সন্তুষ্ট। কেননা জাতীয় দলে যারা টি টোয়েন্টি বিশেষজ্ঞ সতীর্থ হিসেবে তাদেরই পেয়েছেন। যাদের কাঁধে ভর করে যে কোন দলের বিপক্ষে জয়ের আশা করতেই পারেন। তবে মিঠুনের কাছে নামের চেয়ে মাঠের খেলাই বড়। দল হিসেবে তারা কতটা শক্তিশালী বা ভারসাম্যপূর্ণ সেটা প্রমান দিতে হবে মাঠেই। মাঠের লড়াইটা যদি ছক কষে করা যায় তাহলে শুরুটা জয় দিয়ে করতে খুব একটা বেগ পেতে হবে না। গতকাল তেমনই জানালেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলেন আমি আমার দল নিয়ে অনেক খুশি। আমরা একটা ভারসাম্যপূর্ণ দল। এখন মাঠে প্রমাণ করতে হবে যে আমরা দল হিসেবে কতটা ভালো। আমি মনে করি যে আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, আমাদের যে টিম, ইতিবাচক ফলাফলই আশা করছি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তীরে এসে তরী ডুবেছে ঢাকার। তরুণ মেহেদী হাসানের শেষ ওভারের দুর্দান্ত বোলিং জয় পেতে দেয়নি ঢাকাকে। আজ তারা জয়ে ফিরতে চাইবে তাতে কোন সন্দেহ নেই। তবে চট্টগ্রামও চাইবে জয় দিয়ে শুরু করতে। ফলে মাঠে সেরাটা খেলার তৈরি হয়েই নামবে চট্টগ্রাম সেটা জানিয়ে দিলেন অধিনায়ক। যদিও প্রতিপক্ষ ঢাকা যে শক্ত প্রতিপক্ষ সেটা বেশ ভালই জানা চট্টগ্রামের দলপতির। পাশাপাশি নিজের দলের উপরও তার অগাধ আস্থা। এখর সেটাকে কাজে লাগাতে চান মিঠুন মাঠের লড়াইয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়।