‘ভালো শিক্ষার্থী, ভালো মানুষ ও ভালো নাগরিক হতে হবে’

শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নগরের জামালখানে শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিরেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহাম্মদ আনোয়ার পাশা। তিনি বলেন, ভালো শিক্ষার্থী, ভালো মানুষ ও ভালো নাগরিক হতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মুহম্মদ আবু সোলেমান। এতে বিশেষ অতিথি ছিলেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও কোতোয়ালী থানার একাডেমিক সুপারভাইজার কামরুন্নেছা খানম। বক্তব্য রাখেন ইনস্টিটিউটের একাডেমিক সাব কমিটির আহ্বায়ক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ, ফাইন্যান্স সাব কমিটির আহ্বায়ক মু. আবুল হাসনাত ও উন্নয়ন সাবকমিটির আহ্বায়ক সৈয়দা ইয়াছমিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআব্দুস সবুর খান ছিলেন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধকাল আওয়ামী লীগ নেতা বেবী চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী