ভালো মানুষ কারো নিন্দা করে না, হিংসা করে না, খারাপ ব্যবহার করে না। ওরা সর্বদা নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন। কে কী বললো, কে কী করলো, কার কী হলো এসবে তারা মূল্যবান সময় নষ্ট করেন না বরং নিজের মতো করে সকলের মঙ্গল কামনা করতে থাকেন। ওরাই তো প্রকৃত মানুষ। তারাই তুচ্ছ বা অধম যারা পরনিন্দায় ব্যস্ত থাকে। ভালো লোকেরা নিজেদের তৈরি স্বর্গে বাস করে আর দুষ্টু লোকেরা নিজেদের তৈরি নরকে বাস করে। ভালো লোকেরা ক্ষমা করে শান্তি পায় আর মন্দ লোকেরা মানুষকে অপমান করে তৃপ্তি পায়।