আমরা মানুষ বলে মুখ দিয়ে অনেক কথা বলে থাকি। করণ মানুষ তো কথা বলে। তবে কথা বলার মধ্যে দিয়ে মানুষের মন চেনা যায়। আমরা মুখে যা আসে বলে ফেলি। অনেক সময় দেখবেন আপনার কথায় কেউ না কেউ কষ্ট পাচ্ছে। আবার অনেকে মনে করে আমার মুখ আমার যা ইচ্ছে বলবো। তবে সেইটা ভালো দিক না। নিজেকে কথা বলার সময় চিন্তা করতে হবে যেন আপনার কথাগুলো কারো জন্য আশীর্বাদ হয়ে আসে, অভিশাপ না। চিন্তা করতে হবে আপনার কথায় কেউ যেন কষ্ট না পাই। যেখানে ভাষা সুন্দর হয়ে আসে আশীর্বাদ সেখানে মন হবে সুন্দর। অন্যর অনুপস্থিতে খারাপ কথা বলা মানে আপনার চরিত্রের আয়না ভেঙে ফেলা। কারো দুর্বলতা নিয়ে মজা করা মানে নিজের হৃদয়ের সংকীর্ণতা প্রকাশ করা।
একজন ভালো মানুষ হতে গেলে বড়ো বড়ো ডিগ্রির প্রয়োজন নেই। প্রয়োজন শুধু নরম মন আর সচেতন মুখ। ভালো কথা বলা যেমন শিল্প। খারাপ কথা চেপে ধরা সেইটা একটা মহৎ আত্মনিয়ন্ত্রণ। তাই আমাদের উচিত সর্বদা চেষ্টা করা একজন ভালো চরিত্রবান মানুষ হওয়া।