‘ভালো থেকো, ভালোবাসা’

| মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

সাফাত আর লাবনি দুই বন্ধু। একদিন লাবনিকে খুঁজতে এসে সাফাতের সঙ্গে পরিচয় হয় ওর বড় বোন অতসীর সঙ্গে। অতসীকে মনে ধরে সাফাতের। তবে অতসী যেহেতু বড়, তাই ওকে কিছু বলার সাহস হয় না। তাই নানা ফন্দি-ফিকির করে সাফাত অতসীর সঙ্গে যোগাযোগ করে।
ব্রেকাপের পর অতসী হাসতে ভুলে গেছে, হয়ে গেছে অন্যরকম। সেই অতসী সাফাতের কারণে ধীরেধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। হঠাৎ একদিন অতসী উপলব্ধি করে, সাফাত তো তার বোন লাবনির বন্ধু। সে আবার সাফাতকে ভালোবাসে না তো? সে কথা ইঙ্গিতে বুঝে নিতে গেলে অতসী টের পায় লাবনি আসলে বন্ধুর চেয়ে বেশি আর কিছু ভাবে না সাফাতকে।
এমনকি লাবনির সঙ্গে আরেক ছেলের বেশ খাতির আছে। হয়তো ওই ছেলের সঙ্গেই লাবনির প্রেম! এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘ভালো থেকো, ভালোবাসা’। সুস্ময় সুমনের রচনায় এটি নির্মাণ করেছেন দীপু হাজরা। আর এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, সালহা খানম নাাদিয়া, রিগান সোহাগ, শ্রেয়সী খান। টেলিফিল্মটি প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট। নির্মাতা জানান, আগামীকাল বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে ‘ভালো থেকো, ভালোবাসা’ প্রচারিত হবে চ্যানেল আইয়ে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের শিল্পী চন্দন সিনহার অনন্য অর্জন
পরবর্তী নিবন্ধপণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তীর উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান ২৭ অক্টোবর