ভালো থেকো ছোট্টবেলার স্মৃতি

রতন কুমার তুরী | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

ভালো থেকো, পাশাপাশি বাস করা পরশিদের দল,

ভালো থেকো ইছামতি, বুকে নিয়ে একনদী জল।

ভালো থেকো চা বাগান, ভূত প্রেত অশরীয়ীয় যতো,

ভয় হলেও

পাশাপাশি ছিলাম সবাই আত্মীয়ের মতো।

ভালো থেকো জলাধার, ডাহুকের ঝাঁক

ভালো থেকো, থেকে থেকে ডেকে ওঠা শেয়ালের হাঁক।

ভালো থেকো ছোট বেলার রান্নাবাটি,

পুতুল খেলা, মিছেমিছি ভাততরকারি,

ভালো থেকো প্রতিদিন বিকেলে পুতুল বিয়ের

জড়িপারের লাল টুকটুকে শাড়ি।

ভালো থেকো দস্যিপনার পুকুর, পাহাড়, নদী, আর খাল

ভালো থেকো ধানক্ষেতে ছুটে চলা ছোটছোট আল।

ভালো থেকো আম, জাম, কাঁঠালের গাছ,

ভালো থেকো দক্ষিণের পুকুরে আছো যতো মাছ।

ভালো থেকো কানামাছি, হাডুডু, বাগবন্দি, হাতগুটি খেলা,

ভালো থেকো বাবা মার হাত ধরে ঘুরতে যাওয়া

পৌষ, পার্বণ আর বৈশাখি মেলা।

পূর্ববর্তী নিবন্ধস্যার এডউইন আর্নল্ড : কবি ও সাংবাদিক
পরবর্তী নিবন্ধবৈশ্বিক প্রেক্ষাপটে ইলম (জ্ঞান) চর্চা