ভালো থাকতে নিজের ইচ্ছাই যথেষ্ট

হাকিমুন নেছা বাপ্পি | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

জীবনে অনেক জনকেই পাবেন যারা আপনার খুশি সহ্যই করতে পারে না। মুখটা কালো করে রাখবে কিংবা এমন কিছু করবে যাতে আপনি ভালো থাকতেই না পারেন। তাদের বদ নিয়তের সুযোগ কেন দিবেন? হয়তো আপনার গোমড়া মুখ দেখে চারপাশের অনেকেই মনে মনে আনন্দ পায় ……মানুষ বরাবরই অন্যের ভালো দেখতে পারে না! কী দরকার ফ্রিতে এদের আনন্দ দেয়ার? তার চেয়ে বরং হাসিখুশি থাকেন। ভালো থাকতে শিখেন নিজেকে নিজেই ভালো রাখতে নিজের মনকে পরিবর্তন করে অন্যের উপর আত্মবিশ্বাসী না হয়ে নিজের উপর আত্মবিশ্বাসী হয়ে উঠেন। বিশ্বাস করেন, এসব মানুষের কানের নিচে চড় দিলেও সে এত কষ্ট পাবে না, যতটা কষ্ট পাবে আপনার ভালো থাকা দেখে। আপনার কাউকে লাগবে না, নিজেকে লাগে শুধু, নিজের ইচ্ছা লাগে শুধু।

পূর্ববর্তী নিবন্ধরিজিকে যা আছে
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানসহ সামগ্রিক কল্যাণ কার্যক্রমের প্রতি নজর দিতে হবে