ভালো থাকতে নিজেই নিজের হওয়া জরুরি

হামিমা জামিল রুমা | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

প্রসঙ্গ যখন মানসিক শান্তির, জায়নামাজ তখন সেরা জায়গা! প্রসঙ্গ যখন আত্মসম্মানের, চুপ থেকে ধৈর্য ধরা তখন সেরা উপায়! প্রসঙ্গ যখন দায়িত্বের,আবেগ পুড়িয়ে ধুলোয় উড়িয়ে দেয়া তখন শ্রেষ্ঠ বিবেচনা! প্রসঙ্গ যখন জীবনের বর্তমান অবস্থার, অল্পে সন্তুষ্টি তখন সেরা স্বাদের! প্রসঙ্গ যখন প্রাপ্তি অপ্রাপ্তি দোটানার, আল্লাহ সুবহানাল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এই শুকরিয়া তখন সেরা তৃপ্তিময়! মানুষ ভালো থাকার জন্য তার নিজের অনুপ্রেরণা নিজের কাছে থাকা বেশি জরুরি, নিজের উপর বিশ্বাস রেখে অন্যের জন্য ভালো কাজ করার মনমানসিকতা থাকা বেশি জরুরি, অন্যের খুশিতে খুশি হয়ে তাকে আরো ভালো পজিশন করার উৎসাহ দেবার মতো মনমানসিকতা থাকা জরুরি। যার ভাবনা যেমন তার জীবন চলার পথও ঠিক তেমন। পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখতে পারে না, আবার কেউ কাউকে খারাপও রাখতে পারে না। মানুষ ভালো কিংবা খারাপ থাকার জন্য নিজেই দায়ী সবসময়ই। সে আজকে যা, তা তার গত দিনের কর্মফল। আগামী দিন যা হবে তাও তার আজকের দিনের কর্মফল। তো মানুষকে তার নিজের জন্যই ভালো থাকতে হয় কারো জন্য নয়। জীবনকে সহজ বানিয়ে নেয়া কিন্তু খুব কঠিন কিছু নয়! ক্ষমা করে, ধৈর্য ধরে, মানিয়ে নিয়ে, চুপ থেকে, নিজের কাজগুলোই সৎভাবে করে! মাথায় শুধু ছোট একটা কথা সেট করলেই জীবনকে সুন্দর ও উপভোগ্য করা যায়, ভালো খাবার খাওয়া ও দামি পোশাক পরার প্রয়োজনের জন্যই জীবন নয়, জীবনে বেঁচে থাকার প্রয়োজনেই খাবার ও পোশাকের প্রয়োজন। দুনিয়াকে ফুটানি দেখানোতে কোনো সুখ নেই বরং নিজের বিবেকের ধিক্কার থাকে। বিবেকের দরজা খুলে কাজ করার সময় এখন!

পূর্ববর্তী নিবন্ধঅদক্ষ চালকের চালনা জনগণের জন্য ভয়ংকর অভিশাপ
পরবর্তী নিবন্ধপুরুষতন্ত্র ও রবীন্দ্রনাথ