ওয়ানডে কিংবা টি–টোয়েন্টি ক্রিকেটে যতটা আরো ছড়াচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ততটা পারছেনা। অথচ নিউজিল্যান্ডকে তাদের মাটিতে দুর্দান্তভাবে হারিয়ে মৌসুমটা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পারবর্তীতে ১২ ম্যাচের ১০টিতেই হারতে হয়েছে। কিউইদের বিপক্ষে সেই জয়ের পর আর এমন স্মৃতি নেই। শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্টে ড্র করেছে বাংলাদেশ। যেভাবে শুরু হয়েছিল সেভাবে শেষ করতে না পারায় আফসোসটা তাই বেশি বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতকাল সোমবার মিরপুরে তিনি বলেন, টেস্টে ক্রিকেট চ্যাম্পিয়নশিপে আমরা যেভাবে শুরু করেছিলাম আমাদের চিন্তা ছিল যেন ভালো ক্রিকেট খেলি। জেতাটা গুরুত্বপূর্ণ না, ভালো ক্রিকেটটা গুরুত্বপূর্ণ। ভালো ক্রিকেট খেললে আপনি জিততে পারবেন। প্রত্যাশা তো ভালই ছিল। তবে দিনশেষে আমাদের চিন্তা করতে হবে আমরা কীভাবে ক্রিকেট খেলছি। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ভালো খেলেছি। তারপরের দিকে গিয়ে মাঝখানে আর আমরা জিততে পারিনি। আমার কাছে মনে হয় আমরা ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু জিততে পারিনি। আমরা কীভাবে ক্রিকেট খেলেছি এটা গুরুত্বপূর্ণ। যেহেতু এখন শেষের দিকে এসেছি, আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলা এবং খেলোয়াড়রা কামব্যাক করে যেন মানসিকভাবে শক্ত থাকে। ভালো রান করতে পারে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকটি ম্যাচেই কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ অবধি পায়নি জয়ের দেখা। ভারতের বিপক্ষে মিরপুরেও তেমন সুযোগ ছিল। কিন্তু মোমেন্টাম ধরে রাখতে না পারায় হারতে হয় বাংলাদেশকে। মিরাজও বলছেন, টেস্টে শুরু থেকেই মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। মিরাজ বলেন টেস্ট ক্রিকেটে ১৫টা সেশন। আর এই সেশনগুলোতে কিন্তু মোমেন্টাম বদলাতে থাকে। কখনো ব্যাটারদের দিকে আসে, কখনো বোলারদের দিকে যায়। আপনার প্রতিদিন একই রকম যাবে না। যে দলগুলো যত দ্রুত ওভারকাম করতে পারে, পাঁচদিন ধরে লম্বা সময় ধরে খেলতে পারে সে দলগুলো লাভবান হয়। অনেক সময় হয়তো আমরা ভুল করে ফেলেছি। আমরা প্রথম দুইদিন ভালো ক্রিকেট খেলতে পারিনি । মোমেন্টাম ধরতে পারিনি। ওখানে আর কোনো কাজ হয়নি। শুরুতে যদি মোমেন্টাম পাওয়া যায় তাহলে শেষের দিকে সহজ হয়ে যায়। এই জিনিসটাই হয়েছিল আমাদের সঙ্গে নিউজিল্যান্ডে। প্রথমে মোমেন্টাম পেয়েছি, মাঝখানেও পেয়েছি, শেষের দিকে কামব্যাক করেছি শক্তভাবে।