ভালো কাজ করায় সিএমপিতে পুরস্কার পেলেন ২৯ পুলিশ

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে গতকাল বুধবার সিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় গত ৪ ডিসেম্বর দায়িত্ব পালনরত অবস্থায় নিহত পুলিশ কন্সটেবল মো. মনিরুল ইসলামের স্মৃতি নিয়ে আলোকপাত করা হয়। তাঁর আত্মত্যাগ স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় গত নভেম্বর কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যাসমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপ পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর।
সভায় নভেম্বরে যথাযথভাবে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ২৯ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়াও সভায় পুলিশ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে চিকিৎসা সহায়তা হিসেবে সিএমপির সেবা তহবিল হতে ৩৮ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। নভেম্বরে শ্রেষ্ঠ বিভাগ ও শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী বিভাগ হিসেবে পুরস্কৃত হয়েছেন উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে পুরস্কৃত হয়েছেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মো. মুজাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কৃত হয়েছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন এসআই বোরহান তালুকদার, শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন এএসআই কাজী সাইফুল ইসলাম।
এছাড়াও সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্য পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সৈয়দ মো. জাহাঙ্গীর, কনস্টেবল মো. খোকন মিয়া, কনস্টেবল মো. সালাহ উদ্দিন মিয়া, কনস্টেবল মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো. নুরুল আবছার, কনস্টেবল মো. আব্দুস সামাদ, কনস্টেবল নুর আহাম্মদকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপণ্যের গুণগত মান ঠিক রাখলে কমবে আমদানি নির্ভরতা
পরবর্তী নিবন্ধনীলফামারীতে ট্রেনে কাটা পড়ল ৩ ভাইবোন