ভালো করার আশায় দক্ষিণ আফ্রিকা যাত্রা টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

নানা নাটকের পর সাকিব আল হাসানকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা রওয়ানা হয়েছে বাংলাদেশ দল। তিন গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ দল। গতকাল শুক্রবার সকাল ১১টায় রওয়ানা হয় প্রথম দল। যেখানে ছিলেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। শুক্রবার রাত ১১টায় রওয়ানা হয় সবচেয়ে বড় গ্রুপটি আর আজ শনিবার সকাল পৌনে ১১টায় রওনা হবে শেষ দল। এই তিন গ্রুপের কোনো একটিতে থাকতে পারতেন সাকিবও। টেস্ট এবং ওয়ানডে দুই সংস্করণেই তাকে রেখে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ দল। কিন্তু শেষ পর্যন্ত তিনি যাচ্ছেন না সফরে। দলের সেরা ক্রিকেটারকে না পাওয়া মানে বড় আঘাত। সাকিব একইসঙ্গে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বোলার। তাকে ছাড়া তাই একাদশের ভারসাম্যও নড়ে যায় খানিকটা। সেই বাস্তবতা জানেন হাবিবুল বাশারও।
তবে যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সাকিবকে অবশ্যই মিস করব। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের সেরা পারফরমারদের একজন। তবে এখন আর এটা নিয়ে ভাবছি না। আমাদের যে দলটা আছে ওদের নিয়েই ভাবছি। আমাদের বিশ্বাস এই দলটা নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব। সব সময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না। তার জায়গায় যে খেলবেন সেই এখন সেরা খেলোয়াড়। তাকে নিয়েই চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস, যারা দলে আছেন, তারা ভালো করতে পারবে। দক্ষিণ আফ্রিকায় ৬ টেস্ট ও ১৪ ওয়ানডে খেলে জয় পায়নি একটিও। তবে এবার জয়ের ব্যাপারে আশাবাদি বাশার। বতিনি বলেন ওয়ানডে দল এখন অনেক পোক্ত ও অভিজ্ঞ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে এখন ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতার পথ ধরে এবার ওয়ানডেতে অন্তত খরা কাটানোর আশায় বুক বাঁধছেন হাবিবুল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার এ যেন নতুন দিগন্তের সূচনা
পরবর্তী নিবন্ধপাইরেটসকে উড়িয়ে শিরোপার পথে এগিয়ে গেল আবাহনী