ভালো আছেন রিংকু

| শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বেশ কিছুদিন ধরে অসুস্থ ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু। গত বছর তিনি স্ট্রোক করেছেন। তবে এখনো পুরোপুরি সুস্থ হননি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে রয়েছেন বিশ্রামে। রিংকু নিজেই এসব তথ্য জানিয়েছেন। নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই গায়ক। খবর বাংলানিউজের।
রিংকু বলেন, অনেকদিন ধরে আমি অসুস্থ। পুরোপুরি বিছানায় পড়ে ছিলাম। এখন অনেকটা ভালো আছি, হাঁটাচলা করতে পারছি। এই মুহূর্তে ফিজিওথেরাপির নিচ্ছি। সুফি ঘরানার এই শিল্পী আরও জানান, গত ২৮ ডিসেম্বরের তার দ্বিতীয় স্ট্রোক হয়। এরপর কিছুদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। ২০০৫ ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান রিংকু। দেড় দশকেরও বেশি সময় ধরে বাউল, মরমি ও সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। সবশেষ এই গায়ক ২০১৯ সালে প্রকাশ করেন ‘জিকির’ শিরোনামে একটি গান। এরপর থেকেই তার আর নতুন কোনো গান প্রকাশ পায়নি।

পূর্ববর্তী নিবন্ধ৫০ বছর বয়সে এমন চমক!
পরবর্তী নিবন্ধহানিফ সংকেতের পরিচ্ছন্ন উপহার