ভালো আছেন এটিএম শামসুজ্জামান

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের চেয়ে ভালো আছেন তিনি। তার অক্সিজেনের মাত্রা বেড়ে এখন স্বাভাবিক রয়েছে। তাছাড়া তার বেশকিছু টেস্টের রিপোর্টও ভালো এসেছে। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। কোয়েল বলেন, ‘বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। ওনার অক্সিজেনের মাত্রা বেড়েছে। প্রথমে অঙিজেনের মাত্রা ৮৩ ছিল, এখন তা ৯৮। তাছাড়া ৫ লিটারের জায়গায় এখন ১ লিটার দেওয়া হচ্ছে। সকালে বুকে সিটি স্ক্যান করা হয়েছে, সেই রিপোর্টও ভালো এসেছে।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসক আরও কয়েকটি রিপোর্ট দিয়েছেন, সেগুলো হাতে আসলে আশা করছি শনিবার (আজ) বাবাকে নিয়ে বাসায় ফিরতে পারবো।’

পূর্ববর্তী নিবন্ধতাজউদ্দীন চরিত্রে রিয়াজ বাদ পড়েছেন ফেরদৌস
পরবর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ‘ভাষার ফেরিওয়ালা’