ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। টিকা গ্রহণের পর তিনি ভালো আছেন বলে জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে নগরীর সদরঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে গিয়ে সস্ত্রীক টিকা নেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী সেখানে ছিলেন। সেলিম আকতার চৌধুরী বলেন, ‘বিএনপি নেতা সাইফুল সাহেব আমার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যে- সাবেক মন্ত্রী আমীর খসরু সাহেব স্ত্রীসহ টিকা নিতে যাবেন। দুপুর দেড়টার দিকে উনারা এসেছিলেন এবং টিকা গ্রহণ করেছেন। সাইফুল সাহেব এবং তার স্ত্রীও টিকা নিয়েছেন। আমরা উনাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছি।’ টিকা গ্রহণের পর শারীরিক অবস্থা সম্পর্কে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভালো আছি। এখন পর্যন্ত শরীরে কোনো রি-অ্যাকশন নেই। শুনেছি রাতে বোধহয় একটু জ্বর আসে আর শরীর ব্যথা হয়। আমার এখনো তেমন কিছু নেই।’