ভালো আইনজীবী হতে হলে পড়তে হবে বেশি

নুয়েসলার অভিষেকে বিচারপতি বোরহানউদ্দিন

| শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে গত ২২ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী আইনজীবী পরিষদের দশক পূর্তি ও অভিষেক অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন, অ্যাডভোকেট মোহাম্মদ আমির খসরু চৌধুরী। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ আবসার উদ্দিন হেলাল। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মিলি চৌধুরী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট মাসুদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আপীল বিভাগের বিচারপতি বোরহানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যাট কামরুন নাহার রুমী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ মিন্টু। প্রধান অতিথি বিচারপতি বোরহানউদ্দিন বলেন, চট্টগ্রামের আদালত প্রতিষ্ঠার পর থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও আইনের শাসন অক্ষুণ্ন রাখতে এ বারের সদস্যরা যুগান্তকারী ভূমিকা রেখে আসছেন। কঠোর পরিশ্রম সহকারে আইন চর্চার পাশাপশি নিয়মিত কোর্টে সিনিয়র আইনজীবীদের যুক্তিতর্ক, জবানবন্দি এবং জেরার করার কৌশল জানার এবং আন্তরিকতার সাথে অনুধাবন করার চেষ্টা চালিয়ে গেলে ভালো আইনজীবী হওয়ার সুযোগ থাকে। সিনিয়রদের অনুকরণ করে চলতে পারলে জুনিয়র আইনজীবীরা এই পেশায় অতি সহজেই সাফল্য লাভ করতে পারে। বিচার অঙ্গনের সততা ও নৈতিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বিচার ক্ষেত্রে সততা ও নৈতিকতার উপর জোর দেন। আইনজীবীরাই পারেন সমাজকে সঠিক, সুন্দর ও গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে। আইন পেশা অত্যন্ত মহৎ পেশা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বার ও বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পরস্পর পরস্পরকে যথাযথ সম্মান করার এক বিরল দৃষ্টান্ত রয়েছে। শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী আইনজীবী পরিষদ এর এক দশক পূর্তি ও অভিষেক অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি।

স্বাগত বক্তব্য জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী আইনজীবী পরিষদ এর নব নির্বাাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আমির খসরু চৌধুরী বলেন, সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরীতা নয় এই মূলমন্ত্রকে ধারণ করে আমাদের পথ চলা। আজ আমাদের সংগঠনের ১০ বছর পূর্তি। সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে আমরা নিজেদের কতটুকু আইন পেশায় যোগ্য করতে পেরেছি জানিনা, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ফিরোজ উদ্দিন তারেক, আ ন ম কামরুল হাসনাত, আনোয়ার হোসেন আজাদ, হারুন অর রশিদ, ওমর ফারুক শিবলী, কাশেম কামাল, খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু, আশকর আলী সুজন। প্রধান অতিথি নির্বাচিত পরিষদকে পুস্পস্তবক দিয়ে অভিষিক্ত করেন এবং বিদায়ী পরিষদকে নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদুল আযহায় যানজট নিরসনে সিএমপি ট্রাফিক দক্ষিণের নির্দেশনা
পরবর্তী নিবন্ধছুটির দিনে ৩ কিলোমিটার জুড়ে সরকার হাট