ভালোবাসো আমাকে তুমি
তোমার নিঃশ্বাসের মতো সহজে,
তোমার স্বপ্নের মতো গভীরতায়।
ভালোবাসো আমাকে তুমি
যেমন তুমি ভালোবাসো শব্দকে,
যেমন ভালোবাসো অক্ষরের ভাঁজে
লুকিয়ে থাকা অশ্রু আর হাসিকে।
ভালোবাসো আমাকে তুমি
যেমন ভালোবাসো
রাতের আকাশে জ্বলজ্বলে চাঁদ,
যেমন ভালোবাসো নিস্তব্ধতার ভেতরেও
আলোর ক্ষুদ্রতম দোলা।
আমি হবো তোমার প্রিয় কবিতার চরণ,
আমি হবো শেষ ছন্দের নীরব সমাপ্ত্তি
শুধু তুমি বলো, ভালোবাসো আমাকে তুমি।
যেমন নদী চিরকাল টেনে নেয় সমুদ্রকে,
তেমনি আমার হৃদয়ও প্রতিক্ষণ
ডাকে তোমাকেই,
শুধু তোমাকেই, শুধুই তোমাকে।