ভালোবাসি প্রিয় শিক্ষককে

সিমলা চৌধুরী

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:১৭ পূর্বাহ্ণ

একজন শিক্ষক হলেন একটি জাতির আলোকবর্তিকা বাহী। আমরা আমাদের শিক্ষাজীবনে শিক্ষকদের নিকট থেকে যে নৈতিকতা বা মূল্যবোধের শিক্ষা অর্জন করি তা আমরা সারা জীবন আমাদের চলার পথে বহন করে থাকি। শিক্ষা জীবনে অনেক শিক্ষকের সান্নিধ্য লাভের সুযোগ হয়েছে। সকল শিক্ষককেই আমি বিনম্র শ্রদ্ধা জানাই। সকল শিক্ষকদের মধ্যে একজন শিক্ষকের কথা না বললেই নয়। তিনি ছিলেন আমার মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা ব্যাকরণ বিষয়ক শিক্ষক। তাঁর নাম শোভা দে। তাঁকে শোভা দিদিমণি বলে ডাকতাম। দিদিমণি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন শিক্ষক। খুব কড়া মেজাজের হলেও স্কুলে ভালো ছাত্রী হওয়ার সুবাদে খুব স্নেহ করতেন। উল্লেখ্য, তিনি আমার মায়েরও শিক্ষিকা ছিলেন। স্কুলে পড়াকালীন তাঁকে খুব ভয় পেত সকল শিক্ষার্থী। তাঁর পড়া সবার আগেই শিখে রাখতাম। শিক্ষকতাকে ভালোবেসে দিদিমণি বিয়ে পর্যন্ত করেননি। দিদিমণি এখন কোথায় আছেন, কেমন আছেন, জানিনা। যেখানেই থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন ভাল থাকেন।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর প্রতি কৃতজ্ঞতা অপরিসীম
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের আচরণে পরিবর্তন