জীবনের ঘ্রাণ আমার বড্ড প্রিয়
যখনই জীবন আমার সামনে এসে দাঁড়িয়েছে
দু’হাত বাড়িয়ে দিয়েছি এপাশ থেকে।
জ্বালিয়েছে যেমন, জ্বলেছি
যখন পুড়িয়েছে, পুড়েছি
তবুও কী গভীর ভালোবেসেছি এ জীবন!
সুখ দিয়েছে যখন দু’হাত ভরে নিয়েছি,
তুমুল ভেসেছি আমি সে স্রোতে!
তুলোর মতো নরম স্বপ্নে আর সবুজ রঙা
আশায় কতো হেসেছি।
ভুল করেছি, হেঁটে হেঁটে ক্লান্তও হয়েছি কতোবার!
তবুও
তবুও কী ভীষণ ভালোবাসি এ জীবন!







