সবাই মিলে ঘুরতে যাবো
পড়ন্ত বিকেলে
কর্ণফুলীর দেখবো তীরে
ঢেউ কেমনে খেলে।
পুটলি ভরা বাদাম নিয়ে
সাম্পানেতে চড়ে
দুইপাড়ের ঐ দৃশ্য দেখে
মনটি কেমন করে।
চটপটি আর ফুচকা খাবো
থাকবো রে একসাথে
আনন্দে গান গাইবো মিলে
হাতটি রেখে হাতে।
আমরা হলাম বন্ধু স্বজন
নইতো কেহ পর
আমরা বাঁধি ভালোবাসায়
নদীর বুকে ঘর।