বর্তমান পৃথিবীর মানুষগুলোকে অতীত মানুষের সাথে তুলনা করলে দেখা যায় অতীত সময়ের মানুষগুলো বর্তমান সময়ের মানুষগুলো থেকে খুব বেশি মায়াবী ছিলো। প্রকৃতির নির্মম পরিহাসে মানুষের সাথে মানুষের দ্বিধা, দ্বন্দ্ব ব্যাপক হারে বেড়েছে। একসময়ের একান্নবর্তী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়েছে। ভেবেছিলাম আমরা, যা হবার হয়েছে একান্নবর্তী পরিবার ভেঙে হয়তো ছোট আকারের পরিবারগুলো ভালো থাকবে।
তাও কি হচ্ছে? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, সন্তানরা উশৃঙ্খল। ছোট পরিবারগুলোও সুখে নেই বর্তমানে। অসহিষ্ণুতা বেড়েছে শতভাগ। কেউ কাউকে ছাড় দিতে চায় না এক চুল। মানুষের শিক্ষার হার বেড়েছে, আধুনিক জীবন যাপনে মানুষ অভ্যস্ত হয়েছ কিন্তু সত্যিকার আধুনিকতা যে মননে মগজে হবার কথা তা পুরোদমে উল্টো হয়ে যাচ্ছে। মানুষের রক্ত যেনো রক্ত নয় এখন সেখানে উত্তপ্ত লাভা বহমান। ধৈর্য, সহ্য, ভালোবাসা হাওয়ায় মিলিয়ে গেছে। কিছুদিন আগেও বাবার ছায়া খুঁজে পাওয়া যেতো ভাইদের মধ্যে। মায়ের ছায়া খুঁজে পাওয়া যেতো বোনদের মধ্যে। আবার, নিজের ছেলেদের মধ্যে বাবার ছায়া, ভাইদের মায়া খুঁজে পাওয়া যেতো। আর নিজের মেয়ের মধ্যে খুঁজে পাওয়া যেতো মা, বোন, খালা, বন্ধু সবার ছায়া। ইদানীং সব সম্পর্ক কেমন ধূসর, বিষণ্ন, মরীচিকা। আমরা এরকম ধূসর, বিষণ্ন, ভালবাসাহীন, মরীচিকাময় সম্পর্ক থেকে পরিত্রাণ চাই। আমরা চাই ভালোবাসা মায়া–মমতায় জড়ানো পৃথিবী।